ভারতের দিল্লিতে একটি বিয়ে বাড়িতে বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে বর নাচতে গিয়ে এক বিপত্তির সৃষ্টি হয়েছে। বন্ধুদের সঙ্গে ‘চলি কে পিচে কে হ্যায়’ গানের সঙ্গে নাচানাচি করায় তার বাবা বিয়ে ভেঙে দেন। খবর এনডিটিভি
ভারতীয় সংবাদমাধ্যম নবভারতের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, বরযাত্রী নয়া দিল্লিতে বিয়ের ভেন্যুতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হয়েছে, এ সময় বন্ধুরা বরকে নাচতে আহ্বান জানায়, বরও বন্ধুদের আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারেনি। কিন্তু বিষয়টি তারা বাবা কিছুতেই মেনে নিতে পারেনি।’
ছেলের এমন কাজে রাগন্বিত হয়ে তিনি বিয়ে ভেঙে দেন এবং জানান, ছেলের এমন কাণ্ড তার পরিবারের মূলবোধকে অসম্মানিত করেছে। এ খবর শুনে কান্নায় ভেঙে পড়েন কনে। কিন্তু ছেলে তার বাবাকে বিষয়টি বুঝাতে গেলেও কোনো কাজ হয়নি।
কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, বরের বাবা বিয়ে ভেঙে দেয়ার পরও কনের পরিবার যেন পরবর্তীতে কোনো ধরনের যোগাযোগ না করে তার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।
এমন ঘটনা প্রকাশিত হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ব্যবহারকারীদের একজন লিখেছেন, ‘শ্বশুরমশায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অন্যথায় তাকে এই নাচ প্রতিদিন দেখতে হত।’
গত বছরের ডিসেম্বরে ভারতের উত্তরপ্রদেশে বিয়েতে খাবার দিতে দেরি হওয়ার ঘটনায় ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।