আসিফ সৈকত তার ফেসবুক পোস্টে একটি গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, জুলাই এবং অগাস্টের ভিডিওগুলো লক্ষ্য করে দেশীয় এবং পার্শ্ববর্তী দেশের সাইবার এক্টিভিস্টরা কয়েক লক্ষ স্পেসিফিক কোড এবং বট তৈরি করেছেন। এর মাধ্যমে এসব ভিডিও অটোমেটেডভাবে ফেসবুকে রিমুভ করা হবে।
আসিফ সৈকত তার পোস্টে উল্লেখ করেন, আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি – জুলাই অগাস্টের ভিডিওগুলোকে টার্গেট করে দেশীয় এবং পার্শ্ববর্তী দেশের সাইবার এক্টিভিস্টরা কয়েক লক্ষ স্পেসিফিক কোড, বট তৈরি করেছে। অটোমেটেড এসব বট ফেসবুকে জুলাই অগাস্টের ভিডিও রিমুভ করছে ।
আমি অনুরোধ করবো – জুলাই অগাস্ট সংক্রান্ত প্রতিটি তথ্য , ভিডিও নিজেদের পিসিতে সেভ করে রাখুন , ফেসবুকের উপর ডিপেন্ড করবেন না। খুনীদের আইনের আওতায় আনতে এসব ভিডিও মারাত্মক এভিডেন্স হিসেবে কাজ করবে।