প্রেসিডেন্ট শাষিত সরকারে ডঃ ইউনুস প্রেসিডেন্ট ও তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে কেমন হয়? অথবা, ডঃ ইউনুস প্রধানমন্ত্রী, উপ প্রধানমন্ত্রী তারেক জিয়া, বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট।
বিএনপির উচিৎ নেক্সট সরকারের টপে ডঃ ইউনুসকে রাখা, সেই অনুযায়ী এখন থেকে প্ল্যান করা, আলোচনা করা ও বাস্তবায়ন করা। ভারতের মত আঞ্চলিক সুপার পাওয়ারের আগ্রাসনের জবাব দেয়ার মত পাওয়ার ডঃ ইউনুস সাহেব ছাড়া এই মুহুর্তে দেশের কারো নাই। এর কারণ ডঃ ইউনুসকে পশ্চিমারা পছন্দ করে। বাংলাদেশের সেনাবাহিনীর সিনিয়ার জেনারেল ও সচিবালয়ের সবাইও যদি ডঃ ইউনুসের বিরুদ্ধে থাকে তবুও তাদের ইউনুস সাহেবের বিরুদ্ধ কথা বলার টু সাহস নেই, একশন কিংবা ক্যু করা তো দূরের কথা। কারণ আল্টিমেটলি ক্যু করুক বা ঝামেলা করুক এদেরকে দিন শেষে পশ্চিমাদের আশ্রয়েই যেতে হয়। এরা কেউ পশ্চিমাদের আশ্রয় হারাতে চাইবে না।
আমার কেন যেন মনে হচ্ছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভারতের সহযোগীতায় আওয়ামীলীগ জান প্রাণ দিয়ে বিএনপি সরকারকে খেয়ে ফেলার চেস্টা করবে। ৯১ ও ২০০১ এ সেই চেস্টা করা হয়েছিল। কিন্তু তখন বাংলাদেশে আওয়ামীলীগের শিকড় এত শক্ত ছিল না। এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা কর্মচারী সব জায়গাতেই আওয়ামীলীগের লোকজন সুবিধাজনক পজিশনে আছে যেটা বিএনপি সরকারের জন্য আশংকাজনক হবে।
এমনিতেই বিএনপি কর্মীদের হাতে টাকা নাই, ব্যবসা বাণিজ্য নেই। আন্দোলন করার মত এনার্জিও এদের শরীরে নেই। কিন্তু লীগের লোকজনের সবই আছে। লাস্ট কয়েক মাসে এদের অনলাইন উপস্থিতিই প্রমান করে এরা আইটির পেছনে কী পরিমান টাকা ঢালতেছে। বিএনপির মাথায় আইটি নিয়ে কোনো চিন্তাই নেই। মনে করেছে ফেইসবুকে লেখালেখি করে কী হবে!
ডঃ ইউনুসকে প্রধানমন্ত্রী বানিয়ে একটা উপ প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা যেতে পারে। তারেক জিয়া হতে পারেন সেই উপ প্রধানমন্ত্রী আর সুস্থ্য থাকলে ফিজিকালি ও মেন্টালি ফিট থাকলে বেগম খালেদা জিয়া হতে পারে সেই সরকারের প্রেসিডেন্ট। অথবা প্রেসিডেন্ট শাষিত সরকার ব্যবস্থা পূনর্বহাল করে সেখানে ডঃ ইউনুসকে বসিয়ে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানানো যেতে পারে।
উপরের কথা গুলো আমার ব্যাক্তিগত ইচ্ছা। এই ইচ্ছার সাথে আপনার ইচ্ছার মিল নাও থাকতে পারে। এর ব্যাতিক্রম কোনো আইডিয়া থাকলে আপনি জানাতে পারেন।
ডিসক্লেইমার: এই লেখাটি ফখরুল ইসলামের ফেসবুক টাইম লাইন থেকে সংগ্রহ করা হয়েছে। ফেসবুকে ফখরুল ইসলামকে ফলো করতে এখানে ক্লিক করুন।