চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে ত্রাস সৃষ্টি করে পুলিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) থেকে আজ রবিবার (২ মার্চ) ভোর পর্যন্ত পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গণিপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রামাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম ১০ জনকে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, পতেঙ্গা সি-বিচে ত্রাস সৃষ্টি করে পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত এই ১০ জন। এ ছাড়াও গ্রেপ্তার আসামিরা পতেঙ্গা এলাকায় দর্শনার্থী ও সাধারণ মানুষদেরকে ভয়-ভীতি প্রদর্শন করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন আউটার রিংরোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইলফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং হামলাকারীদের জোড়ো করে।
পরে পুলিশ গিয়ে এসআই ইউসুফকে উদ্ধার করে। পরে মব সৃষ্টিকারী দুজনকে গণধলোই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।