ইফতার আয়োজন করেছেন থালাপতি বিজয় পড়েছেন নামাজও

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। জনপ্রিয় নায়ক হিসেবে দীর্ঘ সময় শোবিজ দুনিয়ায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেছিলেন। তবে এখন তিনি মনে করেন, তার কাজের উদ্দেশ্য মানুষের জন্য হওয়া উচিত। সেই চিন্তা থেকেই তিনি রাজনীতিতে পা রেখেছেন এবং নিজের রাজনৈতিক দল গঠন করছেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে, তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করেছেন।

এদিকে, সম্প্রতি চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন থালাপতি বিজয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দক্ষিণী তারকা এবং রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি ভিডিও, যেখানে তাকে ইসলামি পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। মাথায় ছিল একটি টুপিও। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই জানতে চান, এর পেছনে কী কারণ রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) থালাপতি বিজয়ের রাজনৈতিক দল “তামিলাগা ভেত্ত্রি কাজাগাম” (TVK)-এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিজয় সাদা পোশাক ও টুপি পরে উপস্থিত হন এবং মোনাজাতে অংশ নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, থালাপতি বিজয় এদিন রোজা রেখেছিলেন এবং ইফতার ও নামাজে অংশ নেন। এই ইফতার পার্টি ওয়াইএমসিএ গ্রাউন্ডস, রয়াপেট্টাহ-এ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩,০০০ জন লোক উপস্থিত ছিলেন। এছাড়া, ১৫টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

Scroll to Top