ঢাকাকে অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া করেছিলো আওয়ামী লীগ: পিনাকী ভট্টাচার্য

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় ভয় ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ৩০০ পেশাদার ডাকাত নিয়োগ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করেছিল। সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিপ্লবের পর কিছু কিছু অপরাধ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে ডাকাতি অন্যতম। আর এই ডাকাতদের ভাড়া করে ঢাকা অস্থিতিশীল করার আয়োজন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল এবং এই পরিকল্পনার সাক্ষ্য দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

হঠাৎ অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে বিষয়টি পুরোপুরি বুঝতে নিজ উদ্যোগে গবেষণা করার কথা জানান। ২০২৪ সালের জানুয়ারী থেকে অপরাধের ডেটা সংগ্রহ করে তিনি লিখেন, বিপ্লবের আগে প্রতি মাসে ১৪ থেকে ১৭ হাজার অপরাধ সংঘটিত হতো। বিপ্লবের পর সেটি কমে ৮ হাজার ৮০০ থেকে সাড়ে ১৪ হাজারে নেমেছে। যা শাসন ও আইন প্রয়োগের পুনর্নির্মাণে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক প্রভাব প্রদর্শন করে।

ইত্তেফাক/এমএস/এএম

Scroll to Top