Eid Mubarak Wishes 2025: ঈদুল ফিতর ইসলাম ধর্মের অন্যতম বিশেষ উৎসব। এটি আবার মিঠি ইদ নামেও পরিচিত। আসলে ঈদুল ফিতর মানুষের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের প্রতীকের উদযাপন। এই বিশেষ উপলক্ষ্যে একে অপরকে আলিঙ্গন করে আনন্দ ভাগ করে নেওয়াই রেওয়াজ। কিন্তু সব সময় তো সবার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর যাঁরা দূরে রয়েছে, সেই সব আপনজনের সঙ্গে কী ভাবে ভাগ করে নেবেন ইদের আনন্দ। রাস্তা খুবই সহজ। চটপট ফোন হাতে তুলে নিন। এই প্রতিবেদনে দেওয়া সুন্দর মেসেজ কপি করুন আর পাঠিয়ে দিন নিজের প্রিয়জনকে। এই বছরের ইদ হোক আরও বিশেষ।
তোমার সব ইচ্ছা পূরণ হোক,আপনার ভাগ্য হোক উজ্জ্বল,আমিন বলার আগেই আপনার প্রতিটি দোয়া কবুল হোক।ইদ মুবারক! শুরু হলো ইদ, শেষ হলো ইদ,সত্য মেনে চললে প্রতিটি সুখ-দুঃখই ইদ।যে রোজা রাখে,তাঁদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ইদ।
এসেছে ইদের উৎসব,নিজের সঙ্গে নিয়ে এসেছে সুখ,দেখুন, ইদের উৎসব আবার এসেছে।আপনাদের সবাইকে ইদের শুভেচ্ছা!আপনার রোজার প্রার্থনা কুবুল হোক,আপনার প্রতিটি রোজা ও দোয়াতে আমিন,ইদ মোবারক!ইদ শুধু মুসলমানের নয়,ইদ সবার, এই সুন্দর দিনে আপনাকে ও আপনার পরিবারকে ইদের অনেক অনেক শুভেচ্ছা!শুধু তোমার জন্য ইদ এসেছে আজ, অধা করে। রোজার সব প্রার্থনা হয়েছে কুবুল। আমিন বলে এই মেসেজের করছি শেষ। ইদ মুবারক প্রিয়তমা।
ভারতে কবে পালিত হবে ইদ?
ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলি মধ্যপ্রাচ্যের ইসলাম ধর্মাবলম্বী দেশগুলির এক দিন পর থেকে রমজান ও রোজা পালন শুরু করে। রমজান মাসের পর শব্বাল মাসের প্রথম দিনে ইদ পালিত হয়। যে দিন শব্বালের চাঁদ দেখা যাবে, সে অনুযায়ী ইদ পালিত হবে। ৩০ মার্চ মগরিবের নমাজের পর চাঁদ দেখা গেলে ৩১ মার্চ, সোমবার পালিত হবে ইদ। আবার ৩১ মার্চ চাঁদ দেখা গেলে ১ এপ্রিল, মঙ্গলবার ইদ পালিত হবে।