চুয়াডাঙ্গার আলমডাঙা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। আড়াই মাস আগে দাফন করা কিশোর তোফাজ্জল হোসেন তুফান হঠাৎ ফিরে এসেছে বাড়িতে! এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
তোফাজ্জল হোসেন তুফান গ্রামের দরিদ্র দম্পতি সাইদুর রহমান ও আমেনা খাতুনের ছোট ছেলে। ১৪ জানুয়ারি বাবা-মায়ের সঙ্গে দেখা করতে তিনি ঢাকা যান। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঢাকার কোলাহলে হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি, ফলে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর একদিন খবর আসে যে রেললাইনের পাশে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। স্থানীয়রা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকের সন্দেহ থাকলেও পরিবারের লোকজন নিশ্চিত করেন, এই কিশোরই তুফান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মরদেহটি আনুষ্ঠানিকভাবে জানাজা ও দাফন করা হয়।
এখানেই ঘটনার চমকপ্রদ মোড়। আড়াই মাস পর হঠাৎ তুফান নিজেই ফিরে এলো বাড়িতে! তুফান জানান, তিনি এসব কিছুই জানেন না। হারিয়ে যাওয়ার পর অনেক চেষ্টা করেও বাবা-মায়ের খোঁজ পাননি। ঠিকানা বা ফোন নম্বর না থাকায় বিপাকে পড়েন। পরবর্তীতে একটি চায়ের দোকানে কাজ শুরু করেন এবং সেখান থেকে কিছু টাকা জমিয়ে বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফিরে তিনি দেখেন, তার জন্য কবর খোঁড়া হয়েছে!
এতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়ে। তাহলে যাকে দাফন করা হলো সে আসলে কে? এই প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকে একে অলৌকিক ঘটনা বললেও অনেকে ধারণা করছেন, এটি হয়তো পরিচয়ভ্রমের একটি দৃষ্টান্ত। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ