জমি লিখে না দেয়ায় বাবাকে পিটিয়ে জখম, পাষণ্ড ছেলে গ্রেপ্তার

জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছেন সন্তানরা। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে

একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে প্রশাসন নজরদারিতে আসে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে পুলিশ অভিযান চালিয়ে ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় বাড়ির সামনে প্রকাশ্যে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ

আব্দুর রহিমকে উপর্যুপরি লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। পরে

আহত বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে সোনারগাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে সন্তানদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, সন্তানদের জমি লিখে না দেয়ায় বাবাকে কুপিয়ে জখম করায় ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Scroll to Top