পাকিস্তানে ভারতের সন্ত্রাসী হামলা: যে পক্ষ নিলো রাশিয়া!

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পরিস্থিতি জটিল না করার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। উভয় দেশই আমাদের বন্ধুবৎসল রাষ্ট্র এবং আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমিত করুক।’

রাশিয়া পাশাপাশি সন্ত্রাসবাদের সব রূপের নিন্দা জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।

Scroll to Top