ছিনতাই করতে গিয়ে অস্ত্র-বোমাসহ যুবদল নেতা গ্রেফতার

মুন্সিগঞ্জ সদরে চালককে জিম্মি করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট ওরফে বাবু মিজি (৩৬)।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ছিনতাই চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে সদর থানায়।

এর আগে গতকাল সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের মুন্সীরহাট এলাকার পাঁচঘড়িয়া কান্দি নতুন ব্রিজের ঢালে চেকপোস্ট থেকে গ্রেফতার হন তিনি।

এ সময় অভিযুক্ত ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে একটি ধারাল অস্ত্রসহ ৪টি হাতবোমা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতার বাবু মিজি সদর উপজেলার টরকি এলাকার স্থানীয় বিএনপি নেতা মনির মিজির ছেলে ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়,গভীর রাতে পাঁচঘড়িয়াকান্দি নতুন ব্রিজের ঢালে পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে অভিযুক্ত বাবু মিজিসহ আরও দু’জন অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেন।

মানিকগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

এ সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে। তবে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা বাকি দু’জন।

পরে বাবু মিজির শরীর তল্লাশি করে একটি ছোঁরা, চারটি হাত বোমা, দু’টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত যুবদল নেতাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এদিকে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা অভিযুক্ত বাবু মিজির যুবদলের পদবি নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের অপরাধের বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান রয়েছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন কোনো কাজ করা যাবে না। ফলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Scroll to Top