জব্বার মন্ডলের ওপর হামলার দাবি করা ভিডিও নিয়ে যা জানাল ভোক্তা অধিকার

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ভুয়া বলে জানিয়েছে সংস্থাটি।

আজ বুধবার (২১ মে) সকাল থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, উত্তেজিত কিছু লোক এক ব্যক্তিকে ঘিরে মারধর করছে। হামলার শিকার ব্যক্তিকে শনাক্ত করা না গেলেও অনেকেই দাবি করছেন, এটি ভোক্তা অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা আব্দুল জব্বার মন্ডল। কেউ কেউ ভিডিও শেয়ার করে লিখছেন, ‘ভোক্তার জব্বার মন্ডলকে গণপিটুনি।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ভোক্তা অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজ কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি ‘গুজব’ বলে জানানো হয়। স্ট্যাটাসে লেখা হয়, ‘সবার দৃষ্টি আকর্ষণ— ভোক্তার জব্বার মন্ডলকে হেনস্তার ভিডিওটি ভুয়া। দয়া করে বিভ্রান্তি ছড়াবেন না, গুজব শেয়ার করা থেকে বিরত থাকুন।’

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আব্দুল জব্বার। তিনি লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’

উল্লেখ্য, মো. আব্দুল জব্বার মন্ডল দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য ও প্রতারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসাধু ব্যবসায়ীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন এবং বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠা পাচ্ছে। তার শান্ত ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে একদিকে ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রিতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে ক্রেতারা উপকৃত হচ্ছেন।

Scroll to Top