ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার এবং ঢাকা থেকে বরগুনা যেতে কত সময় লাগে এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে জানবো আমরা এই আর্টিকেল থেকে।সেই সাথে জানবো বিভিন্ন রুটে ঢাকা থেকে বরগুনা যেতে আপনার কত টাকা খরচ হবে।আজ বাংলা ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,সোমবার।ইংরেজি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।এখন সময় রাত ৯:০৯ মিনিট।
ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার
আর্টিকেলের ভিতরে যা থাকছে
আমাদের এক্সপার্টরা গুগোল ম্যাপ,বিভিন্ন তথ্য উপাত্ত এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে হিসাব করে বের করেছে মূলত ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার।নিচের ডাটা বক্সে দেয়া তথ্য থেকে জেনে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরঃ
রুট | দূরত্ব |
বাসে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | ২৯০ কিলোমিটার |
ট্রেনে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | রেলপথ নেই |
প্লেনে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | এয়ারপোর্ট নেই |
লঞ্চে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | ২৭৯ কিলোমিটার |
হাটা পথে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | ২৮০ কিলোমিটার |
প্রাইভেট কারে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | ২৬৩.৮ কিলোমিটার |
মোটরসাইকেলে ঢাকা থেকে বরগুনা দূরত্ব | ২৬০ কিলোমিটার |
অর্থাৎ ঢাকা থেকে বরগুনা এর দূরত্ব মাত্র ২৬৩.৮ কিলোমিটার।ঢাকা থেকে বরগুনা কিভাবে যাবেন,সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করবে সময়।এবার দেখে নিন কোন রুটে ঢাকা থেকে বরগুনা গেলে আপনার কত সময় লাগবেঃ
রুট | সময় |
বাসে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | ১০ ঘণ্টা ১১ মিনিট |
ট্রেনে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | রেলপথ নেই |
প্লেনে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | এয়ারপোর্ট নেই |
লঞ্চে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | ৬ ঘণ্টা |
হাটা পথে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | ৪৮ ঘণ্টা |
প্রাইভেট কারে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | ৭ ঘণ্টা ০৮ মিনিট |
মোটরসাইকেলে ঢাকা থেকে বরগুনা যেতে লাগবে | ৬ ঘণ্টা ১২ মিনিট |
বরগুনা থেকে ঢাকা কত কিলোমিটার
ঢাকা থেকে বরগুনা যত কিলোমিটার, বরগুনা থেকে ঢাকা ঠিক তত কিলোমিটার।তারপরও আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে চার্টের মাধমে দেখিয়ে দিচ্ছিঃ
রুট | দূরত্ব |
বাসে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | ২৯০ কিলোমিটার |
ট্রেনে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | রেলপথ নেই |
প্লেনে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | এয়ারপোর্ট নেই |
লঞ্চে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | ২৭৯ কিলোমিটার |
হাটা পথে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | ২৮০ কিলোমিটার |
প্রাইভেট কারে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | ২৬৩.৮ কিলোমিটার |
মোটরসাইকেলে বরগুনা থেকে ঢাকা দূরত্ব | ২৬০ কিলোমিটার |
গুগোল ম্যাপে ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে ম্যাপের মাধ্যমে দেখানো হচ্ছে ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার –
বাংলাদেশের বিভিন্ন জেলার দূরত্ব
নিচের চার্টে বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার দূরত্ব দেখানো হলো –
[gswpts_table id=16]
বাংলাদেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের দূরত্ব
নিচের চার্টে বাংলাদেশ থেকে বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের দূরত্ব দেখানো হলো –
[gswpts_table id=17]
ঢাকা থেকে বরগুনা এর দূরত্ব জানা কেন গুরুত্বপূর্ণ
- বরগুনা বিভিন্ন ব্যাবসার প্রাণকেন্দ্র।ব্যাবসায়িক প্রয়োজনে যারা বরগুনা যাবেন তাদের জন্য দূরত্ব জানা খুবই গুরুত্বপূর্ণ।
- বিভিন্ন প্রয়োজনে বরগুনা নিবাসী বহু মানুষ প্রতিনিয়ত ঢাকা যাতায়াত করেন,এদের চলাচলের সুবিধার্থে দূরত্ব জানা জরুরী।
- শিক্ষার্থীদের জন্য ঢাকা টু বরগুনা দূরত্ব জানা খুবই প্রয়োজনীয় কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় দূরত্ব সম্পর্কিত সাধারন জ্ঞানের প্রশ্ন থাকে।
ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার প্রসঙ্গে শেষকথা
আশা করি ঢাকা থেকে বরগুনা কত কিলোমিটার এবং ঢাকা থেকে বরগুনা যেতে কত সময় লাগে এই ছোট্ট দুইটি প্রশ্নের উত্তর আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।তারপরও বরগুনা এর দূরত্ব সম্পর্কিত আপনাদের আর কোন জিজ্ঞাসা থাকলে আমাদের ইমেইল করতে ভুলবেন না।ধন্যবাদ।