আজ আবারও ফেসবুক লাইভে আসছেন শেখ হাসিনা

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ও ইউটিউবে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বৃহষ্পতিবা (২৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, ‘দায়মুক্তি’ শিরোনামের অনুষ্ঠানে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার-পরিজনের কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন শেখহাসিনা।

Scroll to Top