চলতি মাসে এশিয়ার তিন দেশ সফরে বের হচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং জানিয়েছে, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন এই শীর্ষ নেতা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টো লাম এবং প্রেসিডেন্ট লুওং কুওং-এর আমন্ত্রণে শি জিনপিং ১৪-১৫ এপ্রিল হ্যানয় সফর করবেন।
এছাড়া ১৫ থেকে ১৮ এপ্রিল চীনা নেতা মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে কুয়ালালামপুর এবং নমপেন সফর করবেন।
ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর সংগঠন (আসিয়ান)-এর সদস্য। তাদের সঙ্গে ২০২৪ সালে চীনের বাণিজ্যের পরিমাণ ৭.৮% বৃদ্ধি পেয়ে ৯৮২.৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভিয়েতনাম আসিয়ানের মধ্যে চীনের প্রধান বাণিজ্য অংশীদার, যা চীন-আসিয়ানের মোট বাণিজ্যের প্রায় ২৭% (২৬০.৬৫ বিলিয়ন ডলার)।