শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে: বিলাওয়াল

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদি তাদের একটুও সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় আক্রমণ করত।

পার্লামেন্টের নিম্নকক্ষে আবেগঘন এক বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ডন।

ভুট্টো জারদারি বলেন, ভারত তার অহংকারের কারণে বর্বর এবং অন্ধ হয়ে উঠেছে, কিন্তু পাকিস্তানের সাহসী জনগণ তাদের দেখাবে।

আমরা যুদ্ধকে প্রশ্রয় দেই না এবং কখনও দেব না, তবে ভারতের উচিত নিজেদের প্রস্তুত রাখা কারণ পাকিস্তান এখনও সাড়া দেয়নি, এবং রাতের বেলায় বা মিথ্যার ভিত্তিতে তা করবে না, বরং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের ভিত্তিতে করবে।

এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতীয় পরিষদে তার ভাষণে পূর্ণ ঐক্যের আহ্বান জানান এবং বিরোধী দল পিটিআইসহ রাজনৈতিক নেতাদের সাথে দেখা করার প্রস্তাব দেন।

তিনি বলেন, ঐক্য, ঐক্য এবং পরামর্শের মাধ্যমেই পাকিস্তানের মহান বিজয় এবং শত্রুর অশুভ পরিকল্পনার ব্যর্থতা সম্ভব হয়েছে।

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনায় হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। মুজাফফারাবাদ ছাড়াও, কোটলি, শিয়ালকোট, মুরদিকে, শাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা।

হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের আইএসপিআর’র দাবি, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে ৩টি শক্তিশালী রাফাল, একটি এসইউ ৩০, একটি মিগ ২৯ যুদ্ধবিমান। এরইমধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের গোয়ন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা।

Scroll to Top