প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের সময় কোনো ভারতীয় পাইলটকে আটক করেনি পাকিস্তানি বাহিনী। এমনটি নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ও ভিডিও ছড়িয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের একমাত্র নারী রাফায়েল পাইলট শিভাঙ্গী সিংকে পাকিস্তানে আটক রাখা হয়েছে তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর।
রোববার (১১ মে) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্রকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি কোনো ভারতীয় পাইলটকে আটক করেছে এবং যদি করে থাকে, তবে কি তাকে ফিরিয়ে দেয়া হবে? খবর জিও নিউজের।
উত্তরে তিনি বলেন, ‘আমি খুব স্পষ্টভাবে নিশ্চিত করতে পারি যে, আমাদের কাছে কোনো পাইলট আটক নেই। এসব শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব। বিভিন্ন উৎস থেকে ছড়ানো অসংখ্য ভুয়া খবর ও প্রোপাগান্ডার অংশ মাত্র।’
ভারত সরকারও সামাজিক মাধ্যমে ছড়ানো এই দাবিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে এবং জনগণকে ‘ভুল তথ্যের ফাঁদে না পড়ার’ আহ্বান জানিয়েছে।
আরও এক প্রশ্নে, যেখানে ভারতীয় বিমান বাহিনী বলেছে যে, অস্ত্রবিরতিতে সম্মত হলেও তাদের অভিযান এখনো চলছে — সে বিষয়ে আইএসপিআর প্রধান বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় সতর্ক এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকে।’ তিনি আরও যোগ করেন,’আমরা বারবার বাস্তবে তা প্রমাণ করেছি।’