স্যার আমাকে তার ছোট ভাইয়ের বাসায় রেখেছিল

“আমার স্কুলের শিক্ষক বীর সেন চাকমা আমাকে খেলার জন্য বলত। কিন্তু আমি বলেছিলাম খেলব না।

এরপর স্যার আমাকে জোর করেন। আমি স্যারকে ভয় পেতাম। তাই রাজি হয়ে গেলাম। ১ম বছর সেইভাবে খেলি নি। ২০১৩ সাল থেকে নিয়মিত খেলতে থাকি।

এরপর ২০১৫ সালে বাবা মা*রা যাওয়ার পর পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।

তখন আমার স্যার বীর সেন চাকমা আমাদের পাশে এসে দাঁড়ান। তিনি তার একটা ছোট ভাইয়ের বাসায় আমাকে রাখার ব্যবস্থা করেন।

সেখান থেকে পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা চালিয়ে যেতে থাকি। ওই বছরই আমি বিকেএসপিতে ভর্তি হই। ভর্তির পেছনেও স্যারের অনেক অবদান ছিল।”
ফুটবলার ঋতুপর্ণা চাকমা❤️
( ইন্টারভিউ)

Scroll to Top