তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে নাম না-জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়েরবাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। শনিবার (২৫ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই শহীদদের পরিবার এখনো অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে। জুলাইয়ের অজ্ঞাতপরিচয় এ নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সব কিছু করছে অন্তর্বর্তী সরকার।
জানা যায়, এদিন রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা সকালে রায়েরবাজার কবরস্থানে যান।
কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।