নতুন করে উপদেষ্টা হতে যাচ্ছেন আসিফ মাহতাব?

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে— তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এই তথ্য জানিয়েছেন বলে ইন্টারনেটে খবর ছড়িয়ে পড়েছে। তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান বলছে আসিফ মাহতাবকে উপদেষ্টা করার বিষয়টি ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কোনো মন্তব্য করেননি। বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক আইডি পর্যালোচনা করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসেও আসিফ মাহতাবকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে সে সময় ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এ ছাড়া পরবর্তীতে নভেম্বর মাসে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হলে সে সময় তাকে সরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য প্রচার করা হয়। যার পরিপ্রেক্ষিতে সে সময় আসিফ মাহতাব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

অর্থাৎ সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উপদেষ্টা নাহিদ ইসলামকে জড়িয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবিটি প্রচার করা হচ্ছে।

Scroll to Top