নতুন দল অনুষ্ঠান করতে এত টাকা কোথায় পেল, সেই হিসাব চাই: মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, নতুন দলের অনুষ্ঠান দেখে আমি জানতে চাই, এক লক্ষ লোক মানুষের একটা অনুষ্ঠান আয়োজন করতে কত টাকা লাগে। এইটা আমার একটা বেসিক প্রশ্ন। টাকাটা আসছে কোন জায়গা থেকে। টাকা কেউ না কেউ এদের দিয়েছে, কারা দিয়েছে। সাধারণ মানুষ দিয়েছে নাকি বড়লোকরা দিয়েছে এর একটা হিসেব চাই আমি। হিসাবটা এই কারণে চাই, আমি জানতে চাই আপনাদের ইয়ার দোস্ত কারা। আমি যদি দেখি দুষ্টু লোক আপনাকে ভালোবাসে ও আপনি তা গ্রহণ করেছেন তাহলে আমি সেখানে যাব না। বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে তিনি নতুন দল সম্পর্কে এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, নাহিদ ইসলাম পদত্যাগের পর তার হিসাব দিয়েছেন, এতে আমি খুবই খুশি হয়েছি। নাহিদ বলেছেন দায়িত্ব নেয়ার তার কোন আ্যাকাউন্ট ছিল না, দায়িত্ব শেষে অ্যাকাউন্টে কত টাকা আছে সব বলেছেন। আমরা এটাই চাই। নাহিদ যেই সৎ সাহস দেখিয়েছেন, সেইটা তার দলের ভিতর দেখতে চাই।

তিনি আরো বলেন, নতুন দলের প্রতি জন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা সবকিছুই আছে। তবে নতুন দলের চ্যালেঞ্জও আছে অনেক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা ছিল আমি যা বলব সেটাই ঠিক, এর বাইরে কিছু নাই। দেশ স্বাধীন করছে আমার বাপ, এর বাইরে আর কেউ না। দেশে বিদ্যুৎ দিছি আমি, বেশি কথা বললে বন্ধ করে দিব এই রকম সমস্যা ছিলো তাদের। নতুন দলের কাছে আমরা চাই আমরা হতে। যেখানে নিজের কিছু না, সবার থাকবে।

Scroll to Top