ময়মনসিংহে একটি ভোজ্য তেলের গুদামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৫৯ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর মাসকান্দা এলাকার বিসিক শিল্প এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এনজি এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সেনাবাহিনী, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়েছে।
গুদামে ভোজ্য তেল মজুত করে রাখার অপরাধে ম্যাজিষ্ট্রেট রাফসান রাব্বি ওই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১৫ দিনের কারাদণ্ড এবং তা অনাদায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন।
আসন্ন রমজান উপলক্ষে বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এনজি এন্টারপ্রাইজ একটি পরিত্যক্ত গুদামে ৫৯ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত করে রেখেছিল। ভ্রাম্যমাণ আদালত তাই উক্ত প্রতিষ্ঠান এবং এর ম্যানেজারকে শাস্তি (অর্থদণ্ড ও কারাদণ্ড) প্রদান করে।