অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তবে তিনি কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
এর আগে অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি জানান যে, উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তবে পরবর্তীতে দেখা যায়, উপদেষ্টা হিসেবে তিনি নন, বরং শপথ নিয়েছেন অধ্যাপক ড. সি আর আবরার।
এই পরিস্থিতির মধ্যে অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের আকস্মিক পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে তার পদত্যাগের মূল কারণ সম্পর্কে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
তথ্যসূত্র: দৈনিক আমাদের সময়