আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ নিয়ে যা বলল হাসনাত আব্দুল্লাহ

আগামী ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে আপনারা কি কোথাও দেখছেন দলটা কোনো অনুশোচনা করেছে? যে গণহত্যা চালিয়েছে, সেই অপরাধও তারা স্বীকার করতে চায় না।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। দল হিসেবে তাদের অপরাধ স্বীকার করতে হবে। তারপর অন্য কোনো আলোচনা হতে পারে। এর আগে কোনো আলোচনা হতে পারে না।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, ৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ অপ্রাসঙ্গিক হয়ে যাবে।”

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Scroll to Top