৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে পঞ্চম সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি দেন তিনি।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন। এদিন প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী চ্যানেল24 কে বলেন, প্রধান উপদেষ্টা সমাবর্তনে আসার জন্য সম্মতি প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি চলছে। সমাবর্তনের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা খুব শিগগিরই জানিয়ে দিব আমাদের মিটিংয়ের পর।’
উল্লেখ্য, আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন। ১৯৭২ সালে অধ্যাপক ড.ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস।