৪৭,৭১,২৪ কোনোটাই কারো বাপের না, সবগুলাই বাংলাদেশের: রাফি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, “৪৭, ৭১, ২৪ কোনোটাই কারো বাপের না, সবগুলাই বাংলাদেশের।” তিনি আজ ২৬শে মার্চ, বুধবার, তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

তার পোস্টে তিনি আরও লেখেন, “সকল শহীদ অমর হোক, ২৬শে মার্চ অমর হোক।”

তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই একে একটি শক্তিশালী দেশপ্রেমের বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ একে রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন।

স্বাধীনতা দিবসে এ ধরনের বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

সূত্র: জনকণ্ঠ

Scroll to Top