ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ২৫ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নদী পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পদ্মা নদীর অন্যান্য এলাকায় পাড় বেঁধে ফেলা হয়েছে, তবে ২৫ কিলোমিটার এলাকায় এখনো ভাঙনের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবিলায় সরকার স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং দ্রুত অনুমোদন পেলে কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, এই বাঁধ নির্মাণ হলে পদ্মা নদীর এই অংশে আর কোনো ভাঙনের সমস্যা থাকবে না। এতে কৃষিজমি, বসতবাড়ি এবং অবকাঠামো রক্ষা পাবে। সরকার এই প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।
পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, ফেসবুক বন্ধু গ্রেপ্তার
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার ২৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে, যার মধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিং কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি, বর্ষা মৌসুম শুরুর আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় জনগণ স্থায়ীভাবে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।
নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।