পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

রাজধানী ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

মঙ্গলবার বিকেলে তাকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃত হৃদয় মিয়াজী পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে, সোমবার সকালে এই হত্যা মামলায় আরও তিনজনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

উল্লেখ্য, শনিবার বিকেলে বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে পারভেজের সঙ্গে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও ক্যাম্পাসের বাইরে ৩০-৪০ জন যুবক পারভেজকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Scroll to Top