চনোয়াখালী চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিনাইতলা মনরউদ্দিন বেপারি বাড়ির প্রবাসী মোঃ ইউসুফ স্ত্রী’র সাথে জোরপূর্বক অসামাজিক কাজ করেছেন সাইফুল, নুর হোসেন ও রাসেল নামে ৩ যুবক।
স্থানীয় সুত্রে জানা যায়,তিনি দীর্ঘদিন প্রবাসে থাকায় তার অনুপস্থিতিতে স্থানীয় বিএনপির কর্মীরা প্রবাসীর স্ত্রীর সাথে জোরপূর্বক ও ব্লাকমেইল এর মাধ্যমে দীর্ঘদিন শারিরীক নির্যাতন করে আসছে। প্রবাসীর স্ত্রী লোকলজ্জা ও আত্মসম্মানে ভয়ে এতো দিন লুকিয়ে আসছে। ২-৩ দিন যাবৎ প্রবাসী স্ত্রী শারিরীক ভাবে অসুস্থতা অনুভব করায়। চাটখিল একটি প্রাইভেট হসপিটালে গেলে ডাক্তার পরিক্ষা করার পর তাকে জানান তিনি ৭মাসের অন্তঃসত্তা।
স্থানীয়দের মধ্যে জানাজানি হলে প্রবাসীর স্ত্রী মোবাইল চেক করে একটি নাম্বার পায়। পরে জানাতে পারে নাম্বারের মালিক সাইফুল নামের এক যুবক। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে আরো দুইজন জড়িত বলে দাবী করে। তাদের মধ্যে একজনের নাম, নূর হোসেন ও মোঃ রাসেল। তারা বর্তমান স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানাযায়। এই ঘটনার সাথে জড়িত থাকার কারণে তাদের কে দল থেকে বরিষ্কার করা হয়েছে।
জানা যায়,পরিবারের সিদ্ধান্তে আইনিপদক্ষেপ নেওয়ার চিন্তা করলে তাদের উপর নেমে আসে নানা রকম হুমকি।
অনেকে জানান,প্রবাসীর স্ত্রী ও এ সাথে জড়িত আছে। এখন অন্তঃসত্ত্বা খবর জানানি হওয়াতে তাদেরকে দোষারোপ করে।
স্থানীয় বিএনপির কয়জন নেতা এ ঘটনাটি বিচার বিবেচনা না করে ধামাচাপা দেওয়ায় চেষ্টা করে আসছে।।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অতিদ্রুত এই প্রবাসী ইউসুফ পাশে দাঁড়ানো এবং এই ঘটনার সুস্থ বিচার দাবী এলাকাবাসীর।