নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ ৯ জনের তালিকায় ৫ নম্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম রয়েছে।

ফলাফলের বিজ্ঞপ্তিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ার রিজওয়ান কবির এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) পরিচালক এস কে তৌফিক এম হকের সই রয়েছে।

এর আগে গত শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, “পরীক্ষা চলাকালীন একজন পরীক্ষার্থী আসিফ মাহমুদ নাম দিয়ে অংশ নেন। পরে জানা যায়, তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে কর্মরত। ভর্তি পরীক্ষার ফল এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত “এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স” (ইএমপিজি) একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম। এটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুত করা একটি শিক্ষা কার্যক্রম। এ প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ক সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।

উল্লেখ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির একজন সমন্বয়ক ছিলেন।

Scroll to Top