এএসপি পলাশের মৃত্যুর ঘটনা ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন তার নিজের বোন ও বোনের স্বামী। তাদের মতে, পলাশ ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরিশ্রমী একজন মানুষ, যিনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
পলাশের দুলাভাই দুলাল সাহা জানান, “ও ছোটবেলা থেকেই খুব কষ্ট করে মানুষ হইছে। এসএসসি, ইন্টার পাশ করে ঢাকা চলে যায়। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়। সাব-রেজিস্ট্রার হয়ে চাকরি শুরু করে সন্দ্বীপে, এরপর বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে যোগ দেয়।”
তিনি আরও বলেন, “পলাশ কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। এমনকি আমাদের ভাই-বোনদের সঙ্গেও কখনও জোরে কথা বলেনি। খুব নম্র ছিল। ওর এইভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।”
পলাশের বোন জানান, “ও অনেক কষ্ট করে লেখাপড়া করেছিল। এমনকি বিয়ের পরেও মাকে নিজের কাছে নিয়ে ঢাকায় রেখেছিল। পরিবারকে সহযোগিতা করতো, মাঝে মাঝে টাকা পাঠাতো। ও বিয়ের আগে ৩০ শতাংশ জমি কিনেছিল, বাড়ি করেছিল। চাকরি করে ছেলে-মেয়েকে মানুষ করতেছে – এমনটাই চলছিল।”
তবে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে, পলাশের বোন বলেন, “মা সবসময় ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ করত। বলতো ঠিকঠাক ব্যবহার পায় না। তবে আসলে কী ঘটেছে সেটা আমরা জানি না। আমরা ব্যস্ত থাকি, নিয়মিত যোগাযোগও ছিল না।”
পলাশের বোন বলেন, “এই মৃত্যুটা কিভাবে হলো, সেটা সঠিক তদন্তেই বের হবে। আমরা শুধু চাই সত্যটা প্রকাশ পাক।”