ড. ইউনূসের প্রতি অকৃতজ্ঞতার মাশুল যুগ যুগ ধরে দিতে হবে: ব্রিগেডিয়ার অব.নাসির উদ্দিন

জাতি হিসেবে আমরা শিক্ষিত দাবি করা মানুষজন নিজের স্বার্থ দেখতে গিয়ে পুরো বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করেছি। স্বাধীনতার পর থেকে।মাত্রা কখনো কম ছিল কখনো ভয়াবহ ছিল।মুফতি কাজী ইব্রাহিম যেভাবে বলেছিলেন – আমি সে ভাবে বলবো না। তবে বলবো ডঃ ইউনুস এক ক্রান্তিকালে দেশের হাল ধরে জাতিকে স্বপ্ন দেখিয়েছেন।

তাঁর প্রতি অসম্মান কিংবা অকৃতজ্ঞতার মাশুল দেশের প্রতিটি মানুষকে যুগ যুগ ধরে দিতে হবে।সংস্থা হিসেবে প্রতিরক্ষা বাহিনীকে আরও সহনশীলতা দেখাতে হবে।বাহিনী প্রধানদের চরম সহিষ্ণু হতে হবে।সোসাল মিডিয়ায় যারা অপপ্রচার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

রাজনৈতিক নেতৃত্বকে প্রজ্ঞা নিয়ে শব্দ চয়ন করতে হবে।বাচালতার চেয়ে নীরবতার শক্তি অনেক বেশি।

হুবহু কপি

Scroll to Top