নির্বাচন না দিলে বিএনপির সৈনিকরা প্রতিটা গ্রাম শাহবাগ করে ফেলবে :এএম মাহবুবউদ্দিন খোকন

ডিসেম্বরে নির্বাচন না হলে সারাদেশের প্রতিটি গ্রাম ও শহর শাহবাগে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। শনিবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসার মাঠে বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন বলেন, “দেশ চলবে আইন অনুসারে। আদালত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার নির্দেশ দিলেও সরকার তা মানছে না। স্থানীয় সরকার উপদেষ্টা এবং এনসিপির প্রধান এই রায় কার্যকর করতে বাধা দিচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সাংবিধানিক অধিকার হরণ করছে এবং বিচার বিভাগের রায় উপেক্ষা করছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা শহর থেকে গ্রাম সর্বত্র আন্দোলনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

বক্তব্যে তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন দিতে হবে, অন্যথায় আন্দোলনের দাবানল সারাদেশে ছড়িয়ে পড়বে।

Scroll to Top