দেশজুড়ে ডাকাতি ছিনতাই এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসররা মিলে একের পর এক ডাকাতি ছিনতাইয়ের মত ন্যাকারজনক ঘটনা ঘটাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোন না কোন ডাকাতি আর ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিও থেকে।
কার্যত যা ঘটছে তার চেয়ে বেশি করে ছড়ানোর চেষ্টা করছে পতিত আওয়ামী লীগের দোসররা। আগেও এমন ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটতো কিন্তু এতটা ফলাও করে প্রচার হত না। বর্তমানে স্বৈরাচার হাসিনার দোসররা রাতের অন্ধকারে এসব ডাকাতি ছিনতাই করছে আর অনলাইনে বসে বসে ভাইরাল করছে গুজব ছড়াচ্ছে।
নেটিজেনদের মতে এখন যেনো তারা মাঠের লড়াইয়ে না পেরে প্রোপাগান্ডা ছড়ানোতে অনলাইনে বসে পড়েছে। তামিম খান নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘মাঠে তোমাদের কাউকে তো দেখা যায় না, ফেসবুকে বসে বসে এসব আবোল তাবোল পোষ্ট করে কি বুঝাতে চাও? তোমাদের ষড়যন্ত্র আমরা বুঝি।’ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের সেই ভিডিও ক্লিপটি দেখে স্পষ্ট বোঝা যায়, পতিত স্বৈরাচারের দোসররা মিলে অনলাইনে গোপন বৈঠক করছিলেন।
যদিও এখানে কারও মুখ স্পষ্ট দেখা যায়নি। জাহাঙ্গীরকে এসময় বলতে শোনা যায়, ‘যে রাজধানীতে আমরা দিনের বেলা চলতে পারবো না, সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাইতে পারবে না।’ শুধু এতটুকুই নয় এটা যে স্বৈরাচার হাসিনার নির্দেশ এবং সব নেতা-কর্মীদেরও মানতে হবে তাও স্পষ্ট করে বলেন তিনি। সম্প্রতি দেশজুড়ে বেশ কিছু ডাকাতি-ছিনতাই-গুলি চালানোর ঘটনা ঘটে। এর মধ্যে অন্যতম রাজধানী ঢাকার মোহাম্মদপুর, বাসাবো, উত্তরা ও মিরপুর।
গতকাল রোববার রাজধানীর বনশ্রীতে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল ইতিমধ্যে। এ ঘটনায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এটিও যে পতিত স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তা স্পষ্ট।
হাসিনার ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হলো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা। দেশকে অস্থিতিশীল করে সাধারণ মানুষকে বোঝানো এই সরকার ব্যর্থ। পতিত স্বৈরাচারের দোসর জাহঙ্গীর আলমের বক্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে। নুসরাত তণু নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘স্বৈরাচারের দালাল জাহাঙ্গীর ডাকাতি ছিনতাই করে সরকারকে প্রশ্নবিদ্ধ করবেন? আপনাদের ষড়যন্ত্র বুঝে গেছি আমরা।’ নেটিজেনদের মতে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ছাত্র জনতাকে। দরকার হলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহাড়া দিতে হবে।