এবার চাঁদা না পেয়ে তরমুজ লুট করল বিএনপি নেতা

পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক তরমুজ চাষীর কাছ থেকে চাঁদা দাবি ও তরমুজ লুটের ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত খানের শাস্তির দাবিতে শুক্রবার শতাধিক নারী-পুরুষ এই বিক্ষোভে অংশ নেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার তরমুজ চাষী মো. মানিক ব্যাপারী বরিশাল মোকামে পাঠানোর জন্য ৮৬০ পিস তরমুজ ট্রলারে লোড করছিলেন। এ সময় নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত খানের ছেলে সাইফুল ইসলাম দলবল নিয়ে এসে ট্রলার চালককে মারধর করে এবং ট্রলার ছিনিয়ে নিয়ে নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে যায়।

চাষী মানিক ট্রলার ফেরত নিতে গেলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন সাইফুল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং অন্য ট্রলারে করে তরমুজগুলো লুট করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ৫ হাজার টাকা দিয়ে ট্রলার উদ্ধার করতে বাধ্য হন চাষী মানিক।

এ ঘটনায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চাষী মানিক বাদী হয়ে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত খান, তার ছেলে সাইফুল ইসলামসহ মোট চারজনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া সাইফুল নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন, তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২১ সালে তাকে বহিষ্কার করা হয়।

মামলার বাদী মানিক অভিযোগ করেন, বিএনপি নেতা এনায়েত খান তাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তিনি আরও জানান, মামলা তুলে না নিলে তাকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে।

এই অভিযোগের বিষয়ে বিএনপি নেতা এনায়েত খান বলেন, “মামলার বাদীকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মো. মজিবুল হক বলেন, “একজন আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বাদী অবশ্যই ন্যায়বিচার পাবেন। যদি কেউ বাদীকে হুমকি দেয়, তবে তিনি লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Scroll to Top