জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যতোদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে ভাইয়ের লাশের জন্য আমার একজন মা আহাজারি করে, যে খুনির নির্দেশে আমার ভাইগুলোকে হত্যা করা হয়েছে। সেই খুনির বিচার না দেখা পর্যন্ত এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি। খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাসির মঞ্চে দাঁড়াবে। এরআগে কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি যেন অন্য কোনো কিছুর চিন্তা না করে।
সারজিস আলম বলেন, আমরা বেওয়ারিশ শব্দটি বলতে পারি না। এটা আমাদের সীমাবদ্ধতা আমরা তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি। কিন্তু তাদের প্রত্যেকের পরিচয় আছে।
যাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্টের সিম্পল নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডিএনএ টেস্টের প্রসেসিংয়ে কিছুটা সময় লাগে।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পর সকাল ৭টায় জাতীয় স্মৃতিশৌধে ৭১ এর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা দলের পথচলা শুরু করে। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করতে যান দলটির আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব আক্তার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।