মাগুরার সেই শিশুর জন্য আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৮ বছরের সেই শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।’

এর আগে, গত শনিবার শিশুটির মায়ের সঙ্গে কথা বলে শিশুটির অবস্থার খোঁজ নেন তারেক রহমান। এ সময় শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। সেই সঙ্গে মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীদের শিশুটির পাশে থাকার নির্দেশ দেন।

ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়। শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব।’

Scroll to Top