বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপি কত শতাংশে আসন পাবে? জানালেন হারুনুর রশিদ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপি একাই ৯০ শতাংশের বেশি আসন পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

হারুনুর রশিদ বলেন, এখনকার পরিস্থিতিতে যদি সঠিক নির্বাচন হয়, জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং প্রশাসন, পুলিশ নির্বাচনকালীন পক্ষপাতিত্ব না করে, তাহলে বিএনপি এককভাবে নির্বাচিত হবে এবং ৯০ শতাংশেরও বেশি আসন পাবে।তিনি আরও বলেন, বর্তমানে সংস্কারের নামে নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, কিন্তু তাদের নিবন্ধন হয়নি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের নেতারা বিএনপি ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে।

হারুনুর রশিদ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন, গত জুলাই-আগস্টের ব্যাপক রক্তপাতের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, সেটি আজকে নানা উপায়ে উপস্থাপন করার চেষ্টা চলছে। বাংলাদেশ যদি ৭১ সালে স্বাধীন না হতো, ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো, আজকে যদি আমাদের মানচিত্র ও পতাকা না থাকতো তাহলে জুলাই-আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

Scroll to Top