জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, ‘আমাদের নামে অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে। কিছু মানুষ নানাভাবে আমাদের হেনস্তা করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে আমাদের কথাবার্তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তাদের দাবি—আমরা নাকি সুবিধাবাদী, সুবিধাভোগী।’
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সব সময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।’
দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘সুবিধাবাদী কেউ জাতীয় পার্টির নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ করে, তারাই দলের ভবিষ্যৎ। এখনই সময় অপপ্রচার ও দুর্নামের জবাব দেওয়ার।