আদালতে মমতাজকে যে কঠিন প্রশ্ন করা হলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন শুনানিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাষ্ট্রপক্ষের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে।

শনিবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (ডিএমপিপি) ওমর ফারুক ফারুকী বলেন, “সংসদে দাঁড়িয়ে তিনি (মমতাজ) জিয়াউর রহমান বা খালেদা জিয়ার বাপের নাম জানতে চান। এখন আমি বলি, বলেন তো, আপনার বাপের নাম কী? স্বামী কয়জন? স্বামীর নাম কী?”

এই বক্তব্যে আদালতে উপস্থিত আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এমন মন্তব্যের সময় বিচারক ওমর ফারুককে থামিয়ে দিয়ে বলেন, মামলার প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য দিতে।

পরে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে বলেন, “আসামি জনগণের বিরুদ্ধে কাজ করেছেন। পুলিশ ধরার আগেই মানুষ তাদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। জামিন পেলে তদন্তে বিঘ্ন ঘটবে।”

আরও পড়ুনঃ ভিসির বাসভবন ঘেরাও করল ছাত্রদল
সব দিক বিবেচনায় বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Scroll to Top