কবে দেখা যাবে ইদের চাঁদ, সকলের নজর সৌদি আরবের দিকে

গোটা বিশ্বের মানুষ এখন অপেক্ষা করে করেছেন কবে দেখা যাবে ইদের চাঁদ। মুসলমান ধর্মের মানুষরা টানা উপবাসের পর ইদের চাঁদ দেখে নিজেদের উপবাস ভাঙেন।

রবিবার যদি সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যায় তাহলে সেখান থেকেই ইদ ঘোষণা করা হবে। এরপরই ভারত সহ বাকি দেশগুলির ধর্মপ্রাণ মুসলমান মানুষরা ইদের আনন্দে মাতোয়ারা হবেন।

ইসলামী রীতিতে ক্যালেন্ডার চাঁদের নিয়মে মেনে চলা হয়। তাই প্রতি বছর ইদের দিন গড়ে ১১ দিন করে পিছিয়ে যায় প্রচলিত ক্যালেন্ডার মতে চলতি বছর সৌদি আরবে ইদ পালন হতে পারে ৩০ মার্চ বা ৩১ মার্চ।

আকাশে চাঁদ দেখার উপর নির্ভর করে ইদ কবে থেকে শুরু হতে চলেছে। চলতি বছর যদি ৩০ মার্চ চাঁদ দেখা যায়, তাহলে তার পরদিন অর্থাৎ ৩১ মার্চ থেকেই শুরু হয়ে যাবে খুশির ইদ। যদি তা না হয়, তাহলে আরও একদিন রোজা চালিয়ে যেতে হবে।

সৌদি আরবে ইদের দিন ঘোষণার পরই বিশ্বের বিভিন্ন দেশে ইদের দিন ঘোষণা করা হবে। সেখানে আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, জার্মানিতেও পালিত হবে খুশির ইদ। পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশেও পালিত হবে ইদ। বিগত একমাস ধরে যে উপবাস চালিয়ে যাচ্ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা তার সমাপ্তি হবে ইদের মাধ্যমে।

ইংরেজি ক্যালেন্ডারে সোমবার অর্থাৎ ৩১ মার্চ ইদের ছুটি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে রবিবারই হয়তো ঘোষণা করে দেওয়া হবে সৌদি আরবে ইদের দিন। যদি সেটাই হয়ে থাকে তাহলে সোমবার নির্ধারিত দিনেই সকলে ইদের আনন্দে মেতে উঠবেন।

Scroll to Top