ইমাম মাহদীর আগমনের পূর্বে যে মহান ৩ ব্যক্তির আগমন ঘটবে

আখেরি জামানার অন্যতম মহান নিদর্শন হলো ইমাম মাহাদী-এর আগমন। হাদিস ও প্রাচীন ইসলামী কিতাবে বর্ণিত হয়েছে, তাঁর আগমনের পূর্বে একাধিক চিহ্ন ও ঘটনা পৃথিবীতে পরিলক্ষিত হবে। এখন আমরা আলোচনা করবো সেই মহান তিন ব্যক্তির আত্মপ্রকাশ নিয়ে, যাঁদের আগমন হবে ইমাম মাহাদীর খেলাফতের পথ সুগম করার লক্ষ্যে।

১. ইমাম মাহমুদ ও সাহেবে কেরাম
হযরত ফিরোজ তাইলা (র.আ.) বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, ইমাম মাহাদী-এর আগমনের পূর্বে একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন, যার নাম হবে ইমাম মাহমুদ। তিনি এক ভয়াবহ যুদ্ধের নেতৃত্ব দেবেন যা আধুনিক সভ্যতার গোড়ামূল কাঁপিয়ে দেবে। যুদ্ধের ফলে সভ্যতা এমন এক অবস্থায় ফিরে যাবে, যেখানে প্রযুক্তির আধিপত্য আর থাকবে না।

এই যুদ্ধে তাঁকে সহায়তা করবেন তাঁর বিশ্বস্ত সহযোগী সাহেবে কেরাম বা শামিম বাররা। বলা হয়েছে, ইমাম মাহমুদ বেলাল ইবনে রাবাহ (র.আ.)-এর বংশধর হবেন এবং এই যুদ্ধ পরিচালিত হবে হিন্দুস্তান অঞ্চলে।

২. ইমাম মানসুর ও হারিস ইবনে হারস
হাদিস অনুসারে, ইমাম মাহাদী এর পূর্বে দ্বিতীয় একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম ইমাম মানসুর। তিনি ইয়েমেন থেকে আত্মপ্রকাশ করবেন এবং তাঁকে সহায়তা করবেন হারিস ইবনে হারস নামে একজন বিশ্বস্ত সেনাপতি।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “নদীর পেছন থেকে একজন ব্যক্তির আগমন ঘটবে, তার নাম হবে হারিস ইবনে হারস। তার আগে আসবেন মানসুর, যিনি ইমাম মাহাদী-কে আশ্রয় দেবেন, যেভাবে কুরাইশরা রাসূল (সা.)-কে আশ্রয় দিয়েছিল।”

এই হাদিসটি পাওয়া যায় আবু দাউদ শরীফ, হাদিস নম্বর ৪২৪০-এ। এটি ইঙ্গিত দেয় যে, ইমাম মানসুর ও তার সহযোগী ইমাম মাহাদী -এর খেলাফতের প্রস্তুতি পর্বের অন্যতম স্তম্ভ হবেন।

৩. শোয়েব ইবনে সালেহ: তামিমি বীর
তৃতীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন শোয়েব ইবনে সালেহ (বা সালেহ ইবনে শোয়েব)। তিনি তামিম গোত্রের একজন হবেন এবং তার বাহিনীর টুপি হবে কালো ও পোশাক হবে সাদা। তারা খোরাসান থেকে আগমন করবে এবং শাম থেকে আসা সিরিয়ার ৩০০ সৈন্য তার সঙ্গে মিলিত হবে।

এদের সংগ্রাম এতটাই দৃঢ় ও অটল হবে যে হাদিসে এসেছে: “যদি তিনি পাহাড়ের সম্মুখীন হন, তবে পাহাড়কেও কাঁপিয়ে দিবেন।”

শোয়েব ইবনে সালেহ-এর আত্মপ্রকাশের পর ৭২ মাসের মধ্যেই ইমাম মাহাদী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বে বাহিনী সুফিয়ানী বাহিনীকে পরাজিত করবে এবং বাইতুল মাকদাসে প্রবেশ করবে।

সূত্র:

Scroll to Top