আপনারা অনেকেই গরুর চামড়ার দাম তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই গরুর চামড়ার দাম এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
গরুর চামড়ার দাম
আর্টিকেলের ভিতরে যা থাকছে
প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় হতে কোরবানির সময় পাইকারদের কাছ থেকে লবণযুক্ত সংরক্ষিত চামড়া কেমন দামে কিনবে, তা নির্ধারণ করে দেয়।মূলত গরুর চামড়ার বহুবিধ ব্যবহারের কারনে এর দামও চওড়া। বাংলাদেশের গ্রামে ও ঢাকা শহরে সাধারণত গরু ও ছাগল বেশি পরিমাণে কুরবানী করা হয়ে থাকে। গরুর চামড়ার দাম? এ সকল কুরবানীকৃত পশুর চামড়াগুলো বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রসেসিং করে বিদেশে রপ্তানি করে থাকে।
এ সকল পশুর চামড়াগুলো একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় করা হয়ে থাকে।চলতি বছর সারা দেশে ঈদুল আজহায় মোট ১ কোটি ৪১ হাজার ৮১২টি গবাদিপশু কোরবানি হয়েছে।গরুর চামড়ার দাম? এবার সরকার চামড়ার নতুন দাম নির্ধারণ করে দেয়। নির্ধারিত দাম অনুযায়ী, ঢাকায় কোরবানি গরুর লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম ধরা হয় ৫০-৫৫ টাকা। অন্যদিকে সারা দেশে নির্ধারণ করা হয় ৪৫-৪৮ টাকা। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করে সরকার।
গত বছরের চেয়ে ৩ টাকা বাড়িয়ে এ বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসী ও বকরীর দাম গতবারের মতোই প্রতি বর্গফুট পর্যায়ক্রমে ১৮ থেকে ২০ এবং ১২ থেকে ১৪ টাকা। গতবছর রাজধানীতে প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
ঢাকার ট্যানারি ব্যবসায়ীদের এবার লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৪৭-৫২ টাকায়; গত বছর এ দাম ছিল ৪০-৪৫ টাকা। গরুর চামড়ার দাম? ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৪০-৪৪ টাকা, গত বছর যা ছিল ৩৩-৩৭ টাকা। এছাড়া সারা দেশে লবণযুক্ত খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা, আর বকরির চামড়া প্রতি বর্গফুট ১২-১৪ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। গত বছর খাসির চামড়ার দাম ছিল ১৫-১৭ টাকা।
গরুর চামড়ার ব্যবহার
আপনারা অনেকেই গরুর চামড়া নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। কিন্তু গরুর চামড়ার দাম সর্ম্পকে কোন ধারনা না থাকায় আপনাদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তের ধারনা তৈরি হচ্ছে। যার ফলে আপনারা গরুর চামড়ার ব্যবসা করবেন কি করবেন না তা নিয়ে চিন্তিত আছেন। আজকে আপনাদের এই সকল বিভ্রান্ত দূর করার জন্য আজকের প্রতিবেদনটি আপনাদের নিকট উপস্থাপন করা হলো।
আমরা সকলেই জানি যে গরু এবং ছাগলের চামড়া থেকে বেশ উন্নত মানের জুতা এবং বেল্ট সহ আরো অন্যান্য চামড়ার প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়।অনেকেই ইন্টারনেটে এ বছরের চামড়ার দাম কত টাকা খুঁজে বেড়াচ্ছে। এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব।
আপনারা অনেকেই হয়তো জানেন না যে গরুর চামড়া বৈদেশিক আয়ের একটি মাধ্যম। গরুর চামড়া দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে প্রচুর অর্থ উপার্জন করা যায়। এছাড়াও গরুর চামড়া থেকে আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারকৃত বিভিন্ন জিনিস তৈরি হয়। গরুর চামড়া থেকে তৈরিকৃত বিভিন্ন জিনিসগুলো হচ্ছে- বিভিন্ন ধরনের জুতা, অরজিনার চামড়ার জেন্স ব্যাগ, অরজিনার চামড়ার লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ, টিউওয়েবেলের বিভিন্ন সরঞ্জাম, ডিজিটাল লেদারের সোফা, পোশাক ইত্যাদি।
তাছাড়াও ইদানীং গরুর চামড়া অনেকেই বিভিন্ন পক্রিয়া জাত করে খাদ্য হিসেবে ব্যবহার করছে।তবে সাম্প্রতিক সময়ে দেশে গরুর চামড়া খাওয়ার প্রচলন শুরু হওয়ায় এর ইতিবাচকতা ও নেতিবাচকতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, খাবার হিসেবে এটি একেবারে মন্দ নয়। তবে নিয়মিত খেলে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে।প্রাণী বিশেষজ্ঞরা জানান, গরুর চামড়ায় অগণিত লোমে নানা জীবানু থাকে। তাই খাবারের জন্য প্রক্রিয়াজাত করণে ত্রুটি হলে, মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।চামড়া ভালো করে প্রক্রিয়াজাত করে খেলে স্বাস্থ্য ঝুঁকি তেমন নেই। তবে খাওয়ার উপযোগী করা দুঃসহ কাজ। গরুর চামড়ায় প্রচুর পশম থাকে, যা আলাদা করা খুব জরুরি। পশম চামড়া থেকে ভালোভাবে সরাতে না পারলে স্বাস্থ্য ঝুঁকি আছে।
আরও জানুনঃ সৌদি রিয়াল রেট পাকিস্তান 2023
শেষকথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা গরুর চামড়ার দাম জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।