মেট্রোরেলের ভাড়া তালিকা | Metrorail fare list 2023

Rate this post

মেট্রোরেলের ভাড়া তালিকা এ সর্ম্পকিত বিষয়গুলো আজকে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ

বাংলাদেশের গণপরিবহনে এবার যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বিদ্যুৎচালিত মেট্রোরেল। শহরবাসীকে যানজট মুক্ত করতে এই রেল চলবে ১০০ কিলোমিটার গতিতে। মাত্র ২০ মিনিটে পাড়ি দেবে ১০ কিলোমিটার পথ। মেট্রোরেলের ভাড়া তালিকা? গত ২৮ ডিসেম্বরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করেছেন। এটি প্রথম পর্যায়ে উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত তার যাত্রা আরম্ভ করেছে। নিচে ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ দেওয়া হলো-

  1. উত্তরা উত্তর (Uttara North)
  2. উত্তরা সেন্টার (Uttara Center)
  3. উত্তরা দক্ষিণ (Uttara South)
  4. পল্লবী (Pallabi)
  5. মিরপুর ১১ (Mirpur-11)
  6. মিরপুর ১০ (Mirpur-10)
  7. কাজীপাড়া (Kazipara)
  8. শেওড়াপাড়া (Shewrapara)
  9. আগারগাঁও (Agargaon)
  10. বিজয় সরণি (Bijoy Sarawni)
  11. ফার্মগেট (Framgate)
  12. কারওয়ান বাজার (Karwan Bazar)
  13. শাহবাগ (Shahbag)
  14. ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University)
  15. বাংলাদেশ সচিবালয় (Bangladesh Secretariat)
  16. মতিঝিল (Motijheel)
  17. কমলাপুর (Kamalapur)

মেট্রোরেলের ভাড়া তালিকা

মেট্রো রেলের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন অগ্রগতির পথে আরেক ধাপ এগিয়েছে। মেট্রোরেলের ভাড়া তালিকা? মেট্রোরেলের ভাড়া তালিকা? মেট্রোরেল চালুর মধ্য দিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে মানুষের নতুন দিগন্তের সৃষ্টি। ফলে সাধারণ মানুষ কম খরচে সহজে যাতায়াত করতে পারবে। ফলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যা নতুন করে তৈরি হয়েছে।

আপনারা অনেকেই মেট্রোরেলের ভাড়া কত এ সর্ম্পকে জানেন না। মেট্রোরেলের ভাড়া তালিকা? মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ডিএমটিসিএল। প্রতি কিলোমিটারে ৫ টাকা ধার্য করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মেট্রোরেলে চড়তেই লাগবে ২০ টাকা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে, পল্লবী স্টেশন থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ২০ টাকা।

পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা। মেট্রোরেলের ভাড়া তালিকা? মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর-১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে। আর কমলাপুর স্টেশনে যেতে বাড়তি ১০ টাকা অর্থাৎ ৭০ টাকা ভাড়া দিতে হবে।

নিচে মেট্রোরেলের ভাড়া তালিকা দেওয়া হলো-

মেট্রোরেল ভাড়ার তালিকা বিবরণ
মেট্রোরেল সর্বচ্ছো ভাড়া ৯০ টাকা
মেট্রোরেল সর্বনিন্ম ভাড়া ২০ টাকা
মেট্রোরেল প্রকল্প প্রথম স্তর উদ্ভাবন ২৮ ডিসেম্বর
সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে ২৯ ডিসেম্বর
প্রথম উন্মক্ত হবে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত
দিয়াবাড়ি থেকে আগারগাঁও ভাড়া ৬০ টাকা
উত্তরা থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত ভাড়া ২০ টাকা
মিরপুর ১০ নম্বর থেকে শাহবাগ ভাড়া ৫০ টাকা
মিরপুর ১০ নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০ টাকা
মিরপুর ১০ থেকে সাচিবালয় ভাড়া ৬০ টাকা
মিরপুর ১০ থেকে মতিঝিল ভাড়া ৬০ টাকা
মিরপুর ১০ থেকে কমলাপুর ভাড়া ৭০ টাকা

এক নজরে ঢাকা মেট্রোরেল

মেট্রোরেলের ভাড়া তালিকা
মেট্রোরেলের ভাড়া তালিকা

সদ্য উদ্ভাবিত হওয়া ঢাকা মেট্রোরেল সর্ম্পকে অনেকেই সঠিক তথ্য জানেন না। এইটির কাজ কখন শুরু হয়েছে, এর গতি, দৈর্ঘ্য, ভাড়া কত বা কেমন তা অনেকেই জানে না। তাই আপনাদের জানার সুবিধার্থে নিচে ঢাকা মেট্রোরেলের সকল তথ্য সংক্ষেপে দেওয়া হলো-

  • কাজ শুরুঃ ২০১৭
  • সবোর্চ গতিঃ ১০০কিমি/ঘন্টা
  • দৈর্ঘ্যঃ উত্তরা থেকে কমলাপুর প্রায় ২২ কিমি
  • ভাড়াঃ সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা
  • সহযোগী প্রতিষ্ঠানঃ জাইকা – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
  • প্রকল্পব্যয়ঃ ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা
  • ষ্টেশন সংখ্যাঃ ১৭ টি (উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান
  • বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর)
  • যাত্রী পরিবহন ক্ষমতাঃ ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ।
  • শীতাতপ নিয়ন্ত্রনঃ প্রতিটি কোচ এসি।
  • সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার।
  • অর্থায়নঃ বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।

আরও জানুনঃ শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশ 2023

শেষকথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা মেট্রোরেলের ভাড়া তালিকা জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

 

error: Content is protected !!
Scroll to Top