যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী 2023

Rate this post

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী এ সর্ম্পকিত বিষয়গুলো আজকে আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী

যশোর টু খুলনা যাত্রা পথের মোট দূরত্ব ৫৪ কিলোমিটার। যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী?যশোর টু খুলনা যাতায়াতের জন্য ট্রেন হল সুবিধাজনক এবং সাশ্রয়ী উপায়। কেননা যশোর টু খুলনা যাওয়ার জন্য এর থেকে আর কোন ভালো মাধ্যম হয় না। এই যাত্রা পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ০১ ঘন্টা ২০ মিনিট। যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী? যশোর টু খুলনা ভ্রমণের জন্য মানুষ ট্রেন কে বেশি বেচে নেয় কারন ভ্রমনের দিক থেকে ট্রেন একটি জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। কারণ ট্রেনে ভ্রমণ করতে সবারই ভালো লাগে, ট্রেন নির্দিষ্ট সময়ে গন্তব্য স্থানে পৌঁছে দিতে চেষ্টা করে, যানজট বিহীন যাতায়াত করা যায়, ও অনেক কম্পিটেবল মনে হয়।

আপনি যে কোন পরিবহনের ভ্রমণ করেন না কেন আপনাকে অবশ্যই সেই পরিবহনের সময়সূচি জানতে হবে। যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী? আর ট্রেনের সময়সূচী তো জানতেই হবে কারণ ট্রেন অন্য পরিবহন এর মত নয় ট্রেন সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে দেয়। যশোর টু খুলনা ট্রেন যেতে চাইলে আপনার কাছে অনেক ট্রেনের বিকল্প চলে আসবে। নিচে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী সর্ম্পকে বিস্তারিত তথ্য দেওয়া হলো-

আন্তঃনগর ট্রেনের সংখ্যা (দৈনিক) ০৬ টি
মেইল এক্সপ্রেস ট্রেনের সংখ্যা (দৈনিক) ০৫ টি
যশোর টু খুলনা যাওয়ার দূরত্ব ৫৪ কিলোমিটার।
যশোর টু খুলনা ট্রেনে যেতে সময় লাগে প্রায় ০১ ঘন্টা ২০ মিনিট।
যশোর টু খুলনা (প্রথম ট্রেন) খুলনা কমিউটার (৯৮)
যশোর টু খুলনা (শেষ ট্রেন) সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)
যশোর টু খুলনা আন্:নগর ট্রেনের সময়সূচী

আপনারা অনেকেই  যশোর টু খুলনা আন্:নগর ট্রেনের সময়সূচী সর্ম্পকে সঠিক তথ্য জানেন না। যার ফলে অনেকেই যশোর টু খুলনা যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই আমরা আপনাদের আজকে  যশোর টু খুলনা আন্:নগর ট্রেনের সময়সূচী জানাবো। নিচে তা দেওয়া হলো-

যশোর টু খুলনা আন্:নগর ট্রেনের সময়সূচী
সিরিয়াল নং ট্রেনের নাম প্রস্থান আগমন ছুটির দিন
০১ কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) ১৮.৪৬ ২০.১৩ শনিবার
০২ সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) ১৬.২০ ১৭.৪০ বুধবার
০৩ রুপসা এক্সপ্রেস (৭২৮) ১৭.১৭ ১৮.৩০ বৃহস্পতিবার
০৪ সীমান্ত এক্সপ্রেস (৭৪৮) ০২.৫১ ০৪.১০ সোমবার
০৫ সাগরদারি এক্সপ্রেস (৭৬২) ১০.৪৮ ১২.১০ সোমবার
০৬ চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ০২.২০ ০৩.৪০ সোমবার

 

যশোর টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

আপনারা অনেকেই যশোর টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সর্ম্পকে সঠিক তথ্য জানেন না। যার ফলে অনেকেই যশোর টু খুলনা যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাই আমরা আপনাদের আজকে যশোর টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানাবো। নিচে তা দেওয়া হলো-

যশোর টু খুলনা মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সিরিয়াল নং ট্রেনের নাম প্রস্থান আগমন ছুটির দিন
০১ মহানন্দ এক্সপ্রেস (১৬) ১৪.৪০ ১৬.৪০ নাই
০২ রকেট এক্সপ্রেস (২৪) ২২.২৫ ২৩.৪৫ নাই
০৩ নকশিকাথা এক্সপ্রেস (২৬) ২০.০০ ২২.০০ নাই
০৪ বেনাপোল কমিউটার (৫৪) ১৬.৪৪ ১৮.১০ নাই

 

যশোর টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা:

নিচে যশোর টু খুলনা ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো-

সিরিয়াল নং আসন বিন্যাস ভাড়ার তালিকা
০১ শোভন ৬0 টাকা
০২ শোভন চেয়ার ৭০ টাকা
০৩ প্রথম সিট ৯০ টাকা
০৪ স্নিগ্ধা ১১৫ টাকা
০৫ এসি সিট ১৩৫ টাকা

 

যশোর টু খুলনা ট্রেনের নাম:

নিচে যশোর টু খুলনা ট্রেনের নাম দেওয়া হলো-

আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন মেল/এক্সপ্রেস ট্রেন
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) মহানন্দ এক্সপ্রেস (১৬)
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) রকেট এক্সপ্রেস (২৪)
রুপসা এক্সপ্রেস (৭২৮) নকশিকাথা এক্সপ্রেস (২৬)
সীমান্ত এক্সপ্রেস (৭৪৮) বেনাপোল কমিউটার (৫৪)
সাগরদারি এক্সপ্রেস (৭৬২) খুলনা কমিউটার (৯৮)
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) ———

ট্রেনে চাপার নিয়ম কানুন সমূহ

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী
যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী

নিচে ট্রেনে চাপার নিয়ম কানুন সমূহ দেওয়া হলো-

  • টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠবেন না।
  • টিটি টিকিট চেক করার পরেও টিকিট টি নিজের কাছে যত্ন রাখুন, যাতে স্টেশন থেকে বের হতে ঝামেলা না হয়।
  • বিনা কারণে ট্রেনের স্টপচেন টানবেন না।
  • নিজের মালাপত্র নিজের দায়িত্বে রাখুন।
  • অপরিচিত ব্যক্তির দেওয়া কোন কিছু খাওয়া থেকে বিরত থাকবেন।
  • অযথা চলতি ট্রেন থেকে ওঠানামা করবেন না।

আরও জানুনঃ শিশুদের টিকা দেওয়ার সময়সূচী বাংলাদেশ 2023

শেষকথা

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

error: Content is protected !!
Scroll to Top