আপনারা অনেকেই মালয়েশিয়া যেতে কত টাকা লাগে তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই মালয়েশিয়া যেতে কত টাকা লাগে এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা আলোচনা করা করা হলো।
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে
আর্টিকেলের ভিতরে যা থাকছে
বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় অনেক লোক কাজ বা ভ্রনের উদ্দেশ্যে মালয়েশিয়া যায়। এছাড়াও বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের শ্রম চুক্তি হওয়ার ফলে খুব অল্প খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া যাবে। মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? নিদিষ্ট ফ্রি প্রদান করে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কাজের ভিসায় যাওয়া যাচ্ছে।
বর্তমানে মালয়েশিয়া যেতে বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায়। যার ফলে ভিসা ভেদে মালেয়শিয়া যেতে বিভিন্ন রকম খরচ হয়। তবে বাংলাদেশ থেকে যদি কোনো কর্মী সরকারি ভাবে মালয়েশিয়া যেতে চান তাহলে সরকারি ফ্রি অনুযায়ী ৭৮ হাজার ৯৯০ টাকা লাগে। মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? কিন্তু বর্তমানে বেসরকারি ভাবে একজন কর্মীর মালয়েশিয়া যেতে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগে। মালয়েশিয়া যেতে কত টাকা লাগে? তবে আপনারা যদি কোন যদি দালালের মাধ্যমে যান তাহলে আপনার ১ লক্ষ ৬০ হাজার থেকে ২ লক্ষ টাকা এছাড়াও মালয়েশিয়া যেতে আরও ভিসা রয়েছে যেগুলোর খরচ সর্ম্পকে আপ্নারা জানতে চান।
- টুরিস্ট ভিসা আবেদন করতে ৫ হাজার ৮০০ টাকা লাগে এবং খরচ হয় ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা।
- বেসরকারি ভাবে একজন কর্মী হিসেবে যেতে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগে।
- কাজের ভিসায় যেতে খরচ হয় প্রায় ৭৮ হাজার ৯৯০ টাকা
মালয়েশিয়া যেতে কত বয়স লাগে
বর্তমানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ মালেয়শিয়া যায় কাজ বা বসবাসের উদ্দেশ্যে। আপনারা অনেকেই মালয়েশিয়া যেতে কত বয়স লাগে তা জানেন না। সাধারণত মালয়েশিয়াতে একজন শ্রমিক ৪০ বছর পর্যন্ত কাজ করার সুযগ পায়। তবে পূর্বে বয়সের লিমিট ৪০ বছর থাকলেও বর্তমানে ৫ বছর বাড়িয়ে এই সুযোগ দেওয়া হয়েছে। তবে যেকোনো দেশেই যাওয়ার জন্য একটা প্রাপ্ত বয়স লাগে। যদিও অন্যান্য দেশে যেতে বয়স লাগে ১৮ বছর অথবা এর উপরে।
তবে মালয়েশিয়ার ক্ষেত্রে বয়সের পরিমাণ একটু ভিন্ন করা হয়েছে। তেমনিভাবে মালয়েশিয়াতেও যেতে কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে তাহলেই সে মালয়েশিয়া যেতে পারবে। ২১ বছর বয়স না হলে একজন শ্রমিক মালয়শিয়া যাওয়ার ভিসা পাবে না। তাই একজন শ্রমিকের যখন ২১ বছর বয়স হলে সে অনায়াসে মালয়েশিয়া যাওয়ার ভিসা বের করতে পারবে। তবে কেউ যদি ভিজিট ভিসায় যেতে চাই তাহলে সেক্ষেত্রে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। যেকোনো বয়সের লোকই ভ্রমণের জন্য মালয়েশিয়া যেতে পারে।
মালয়েশিয়া কাজের ভিসার জন্য কি কি কাগজ লাগে
নিচে মালয়েশিয়া কাজের ভিসার জন্য কি কি কাগজ লাগে তা দেওয়া হলো-
- আবেদনকারীর দুই বছরের ভ্যালিডিটি সম্পন্ন পাসপোর্ট;
- ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। তবে ভিজিট ভিসার ক্ষেত্রে বয়স কোন মুখ্য বিষয় নয়;
- ভ্যাকসিনেশন এর প্রমাণপত্র;
- জাতীয় পরিচয় পত্র;
- BMET Card।
মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা লাগে?
নিচে মালয়েশিয়া যেতে কি কি যোগ্যতা লাগে তা দেওয়া হলো-
- পাসপোর্টের মেয়াদ সর্বনিন্ম ০৬ মাস থাকতে হবে।
- পাসপোর্ট সাইজের ছবি।
- বয়স ১৮ বছরের বেশি এবং ৪৫ বছরের কম হতে হবে।
- একটি সক্রিয় মোবাইল নাম্বার।
- ই মেইল আইডি (ঐচ্ছিক)
- কাজের দক্ষতা সনদ (যদি থাকে)
- সরাকারী কর্মকর্তা হলে GO/NOC. (যদি থাকে)
- মালয়েশিয়া ভিসা।
মালয়েশিয়া কোন কাজের বেতন কত?
আপনারা যারা মালয়েশিয়া কাজের জন্য যেতে চান তারা অনেকেই মালয়েশিয়া কোন কাজের বেতন কত তা জানতে চান। নিচে তাই আপনাদের জানার সুবিধার্থে মালয়েশিয়া কোন কাজের বেতন কত তার একটি তালিকা দেওয়া হলো-
কাজের ধরণ | রিঙ্গিত | টাকা |
---|---|---|
মালয়েশিয়া ফ্যাক্টরি কাজের বেতন | 1,700-2,500 | 40,000-59,000 |
মালয়েশিয়া ইলেকট্রিক কাজের বেতন | 2,000-3,000 | 47,000-71000 |
মালয়েশিয়া কৃষি কাজের বেতন | 1,300 | 30,000 |
মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজের বেতন | 1,800-2,500 | 42,000-59,000 |
মালয়েশিয়া রেস্টুরেন্ট কাজের বেতন | 2,000-2,500 | 47000-59,000 |
আরও জানুনঃ ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম 2023
শেষকথা
আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা মালয়েশিয়া যেতে কত টাকা লাগে জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।