পদ্মা সেতু টোল রেট | Padma Bridge Toll Rate 2023

Rate this post

আপনারা অনেকেই পদ্মা সেতু টোল রেট তা জানেন না। আবার অনেকেই তা জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে এ সর্ম্পকিত তথ্য খুঁজে থাকেন। আজকে তাই আকাশ টিভি প্যাকেজ 2023 দাম এ সর্ম্পকিত বিষয়গুলো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। নিচে এ সর্ম্পকে বিস্তারিত ধারনা  আলোচনা করা করা হলো।

পদ্মা সেতু টোল রেট

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেতু হচ্ছে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে তৈরি হয়ে গেল পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম ব্রিজ পদ্মা সেতু।। যার ফলে দক্ষিনাঞ্চলের মানুষেরা খুব সহজেই এখন উত্তরা অঞ্চলের মানুষের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। বর্তমানে এই সেতুটি দিয়ে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এই পদ্মা সেতু তৈরিতে প্রচুর অর্থ ব্যয় হওয়ায় এর টোলও অন্যান্য সেতুর তুলনায় অনেক বেশি। এই সেতু তৈরিতে প্রায় খরচ হয়েছে ৩.৫ বিলিয়ন ডলার।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচল করে এমন ১৩ রুটের ভাড়ারপদ্মা সেতুর টোল সমন্বয় করে ভাড়া ১০ থেকে ১১ টাকা বাড়ানো হবে। পদ্মা সেতুর টোল রেট অনেক বেশি হলেও যেকোনো সময় চালকরা তাদের যানবাহন নিয়ে পদ্মা সেতু পার হতে পারি। এতে চালকদেরকে যেমন লঞ্চে নদী পার হতে সারাদিন লাগছেনা ঠিক তেমনি অল্প সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে তাদের গন্তব্যে যেতে পারছে। যানবাহন ভেদে পদ্মা সেতুতে ১০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত টোল দিতে হয়। নিচে পদ্মা সেতু টোল রেট দেওয়া হলো-

  • মোটরসাইকেলে পদ্মা সেতু অতিক্রম করতে ১০০ টাকা টোল দিতে হবে।
  • কার এবং জিপের জন্য ৭৫০ টাকা টোল দিতে হবে।
  • পিকআপ এর জন্য ১২০০ টাকা টোল দিতে হবে।
  • মাইক্রোবাস এর জন্য ১৩০০ টাকা টোল দিতে হবে।
  • ছোট বাস তবে ৩১ আসন বা তার কম হলে সেই বাসের টোল ১৪০০ টাকা দিতে হবে।
  • মাঝারি বাস তবে ৩২ আসন বা তার বেশি হলে ২০০০ টাকা টোল দিতে হবে।
  • বড় বাস তবে (৩ এক্সেল) হলে ২৪০০ টাকা টোল দিতে হবে।
  • ছোট ট্রাক তবে পাঁচ টন পর্যন্ত হলে ১৬০০ টাকা টোল দিতে হবে।
  • মাঝারি ট্রাক তবে পাঁচ টনের অধিক এবং আট টন পর্যন্ত হলে ২১০০ টাকা টোল দিতে হবে।
  • মাঝারি ট্রাক তবে ৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত হলে ২৮০০ টাকা টোল দিতে হবে।
  • ট্রাক তবে (৩ এক্সেল) হলে ৫৫০০ টাকা টোল দিতে হবে।
  • ট্রেইলার তবে (৪ এক্সেল) পর্যন্ত হলে ৬০০০ টাকা টোল দিতে হবে।

ট্রেইলার তবে (৪ এক্সেল এর অধিক) হলে ৬০০০ টাকা এবং প্রতি এক্সেল এর জন্য আরো ১৫০০ টাকা দিতে হবে।

অর্থাৎ যদি আপনি মোটরসাইকেলে পদ্মা সেতু পার হতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন ১০০ টাকা টোল দিতে হবে। আর যদি আপনি ট্রেইলার (ফোর এক্সেল) এর অধিক নিয়ে পদ্মা সেতু অতিক্রম করতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ ৬০০০ টাকার বেশি টোল দিতে হবে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সরকার টোল আরোপ করলে,যেভাড়া নির্ধারন হতে পারে।

  • ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া ৪১২ টাকা,
  • ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা,
  • ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা,
  • ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা,
  • ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা,
  • ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা,
  • ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা,
  • ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা,
  • ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা,
  • ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা,
  • ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা,
  • ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা,
  • এবং ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা হবে।

পদ্মা সেতুর টোল তালিকাঃ

নিচে পদ্মা সেতুর টোল তালিকা দেওয়া হলো-

যানবাহনের ধরন পদ্মা সেতুর টোল
মোটরসাইকেল ১০০ টাকা।
 কার ও জীপ  ৭৫০ টাকা।
 পিকআপ  ১২০০ টাকা।
 মাইক্রোবাস  ১৩০০ টাকা।
 ছোট বাস (৩১ আসন বা তার কম)  ১৪০০ টাকা।
 মাঝারি বাস (৩২ আসন বা তার বেশি)  ২০০০ টাকা।
 বড় বাস (৩ এক্সেল)  ২৪০০ টাকা।
 ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত)  ১৬০০ টাকা।
 মাঝারি ট্রাক (পাঁচ টনের অধিক এবং আট টন পর্যন্ত)  ২১০০ টাকা।
 মাঝারি ট্রাক (৮ টনের অধিক হতে ১১ টন পর্যন্ত)  ২৮০০ টাকা।
 ট্রাক (৩ এক্সেল)  ৫৫০০ টাকা।
 ট্রেইলার (৪ এক্সেল) পর্যন্ত  ৬০০০ টাকা।
 ট্রেইলার (৪ এক্সেল এর অধিক)  ৬০০০ টাকা এবং প্রতি এক্সেল এর জন্য আরো ১৫০০ টাকা।

আরও জানুনঃ আকাশ টিভি প্যাকেজ 2023 দাম 2023

শেষকথা

পদ্মা সেতু টোল রেট
পদ্মা সেতু টোল রেট

আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা পদ্মা সেতু টোল রেট জেনেছেন। এছাড়াও যদি এ সর্ম্পকে কোনোরকম প্রশ্ন আপনাদের মনে থেকে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব এ সর্ম্পকে আপনাদের আরও তথ্য জানাতে।

 

error: Content is protected !!
Scroll to Top